ঢাকাSaturday , 28 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

Sahab Uddin
September 28, 2024 12:20 pm
Link Copied!

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত ক্রিকেট দল।

এর আগে টেস্টের প্রথম দিন গতকালও দিনভর বৃষ্টির বাগড়া ছিল। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র খেলা মাঠে গড়িয়েছে ৩৫ ওভার। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার।

গ্রিন পার্ক স্টেডিয়ামে চারে নামা মুমিনুল হক ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৮০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।

প্রসঙ্গত, আগে থেকেই আজ ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বজ্রসহ ভারী বৃষ্টিরও আভাস রয়েছে। বিকালের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। এছাড়া সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

আগামীকাল রোববারও কানপুরের আয়োজকেরা নিশ্চিন্তে থাকতে পারবেন না। তবে পরিস্থিতির উন্নতি হবে। কাল আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে রোববার বিকালের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই কানপুরে। ফলে, শেষ দুদিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।