আগামী ১৯ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। এ পর্বে গ্রুপ-১তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ। ২২ জুন রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
২৫ জুন সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শেষ করবে বাংলাদেশ।
সুপার এইটে বাংলাদেশ ম্যাচের সময়সূচি
২১ জুন : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সকাল ৬টা ৩০ মিনিট, অ্যান্টিগা
২২ জুন : বাংলাদেশ-ভারত, রাত ৮টা ৩০মিনিট, অ্যান্টিগা
২৫ জুন : বাংলাদেশ-আফগানিস্তান, সকাল ৬টা ৩০ মিনিট, কিংসটাউন
নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে গেল দক্ষিণ আফ্রিকার পর চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।