আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই সময়ে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ লিগও। বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন এবার নিজের দেশের বিপিএল খেলবেন না, একই সময়ে খেলবেন বিগব্যাশে। বিপিএল ছেড়ে কেন বিগব্যাশকে বেছে নিয়েছেন, তার কারণ জানিয়েছেন ২৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
সাংবাদিকদের রিশাদ বলেন, ‘একজন লেগ স্পিনার হিসেবে বাইরের লিগগুলো খেলতে পারলে আমার জন্য ভালো। বোলিং ও মাইন্ডসেট উন্নতির সুযোগ আছে। সবার সাথে কথা বলছিলাম আমার জন্য কোনটা ভালো হবে, ক্যারিয়ারের জন্য। সবাই বলেছে এটা অনেক বড় টুর্নামেন্ট। অনেক বড় খেলোয়াড় খেলে। এজন্য চেষ্টা করেছি, আল্লাহ রিজিকেও রেখেছেন, আলহামদুলিল্লাহ।’
বিগব্যাশের গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল। কিন্তু বিপিএলের কারণে অবশ্য বিসিবি থেকে এনওসি পাননি তিনি। বিবিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট এবারও রিশাদকে দলে নিয়েছে। এ যাত্রায় এই লেগ স্পিনার বিপিএল রেখে বিগব্যাশ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডও তাকে দেবে পুরো আসর খেলার অনাপত্তিপত্র ও অনুমতি।
বিপিএল ছেড়ে বিগব্যাশ খেলার সিদ্ধান্ত নিতে কার কার সাথে কথা বলেছেন? জানতে চাইলে রিশাদ জানালেন নিজের মনের কথা শুনেই সিদ্ধান্তটি নিয়েছেন, ‘এরকম কেউ নেই। নিজেই নিজেকে জিজ্ঞেস করেছি সামনে এগিয়ে যেতে হলে কী করতে হবে। চেষ্টা করছিলাম, বড় লিগ খেলতে পারলে উপকার হবে… একেক খেলা একেক মাঠে। যেগুলো আমার ড্রিম মাঠ। আমার জন্য তাই বড় সুযোগ।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রিকি পন্টিং বেশ প্রশংসায় ভাসিয়েছিলেন রিশাদকে। আরেক অজি গ্রেট অ্যারন ফিঞ্চও গেয়েছিলেন স্তুতিবাক্য। রিশাদ জানালেন, এসব বিষয় রিশাদকে বিপিএল ছেড়ে বিগ ব্যাশ বেছে নিতে সহায়তা করেছে, ‘অবশ্যই, একটু তো করবেই। এত বড় বড় প্লেয়ার আমার সম্বন্ধে কথা বলে, একটু হলেও তো ভালো লাগবে। চেষ্টা করব এটা ধরে রাখার।’
বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সাথেই নিবিড়ভাবে যুক্ত আছেন রিকি পন্টিং। ফ্র্যাঞ্চাইজিটির হেড অব স্ট্র্যাটেজি হিসেবে থাকছেন এই অজি কিংবদন্তি। সব ঠিক থাকলে রিকি পন্টিংয়ের সাথে কাজ করা হচ্ছে রিশাদের। ছোটবেলার নায়ক পন্টিংয়ের সাথে কাজ করাকে বড় ব্যাপার হিসেবে মানছেন রিশাদ। সময়টা উপভোগ করার লক্ষ্য টাইগার লেগ স্পিনারের।
রিশাদ হোসেন বলেন, ‘অবশ্যই এটা তো আসলে বড় ব্যাপার। রিকি পন্টিং আমার ছোটবেলার হিরো, অনেক ফেভারিট প্লেয়ার। উনার সাথে একসাথে কাজ করা হবে, উনার কোচিংয়ে থাকব, শেখা হবে অনেক কিছু। একসাথে কাজ করা হবে। ব্যাপারটা এক্সাইটিং না, চেষ্টা করব উপভোগ করার আরকি।’
আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম। ১৬ ডিসেম্বর রিশাদদের হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সিডনি থান্ডার। বিগ ব্যাশে নিজের ব্যক্তিগত টার্গেট কি থাকবে, এমন প্রশ্নে রিশাদ জানান, ‘টার্গেট তো আসলে আগে থেকে সেট করি না। টুর্নামেন্টে গিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোর চেষ্টা থাকে। এবারও সেটাই থাকবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

