ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এত আলোচনার মধ্যে অবশ্য তিনি ছিলেন বাংলাদেশে। ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দশম আসর খেলতে এসেছিলেন এই অলরাউন্ডার। তবে মাত্র তিন ম্যাচ খেলেই উড়াল দিয়েছেন মালিক।
চলমান বিপিএলে আর ফেরা হচ্ছে না তার। দুবাই যাওয়ার আগে শোয়েব অবশ্য জন্ম দিয়ে গেছেন বড়সড় এক গুঞ্জনের। ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের হয়ে এক ওভারে তিনটি নো বল করেছিলেন এই অলরাউন্ডার। একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না।
তাই অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। এক ভিডিও বার্তায় বিষয়টি বন্ধের আহ্বানও জানান তিনি।
মিজানুর রহমান জানান, শোয়েব তার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন। ক্রিকেটে খারাপ সময় যেতেই পারে, এই সময়ে দল শোয়েবের পাশেই আছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি এই পাকিস্তানি ক্রিকেটারকে ঘিরে এসব গুজব বন্ধের আহ্বান জানিয়েছেন মিজান।
এবার যাকে নিয়ে আলোচনা-সমালোচনা, সেই শোয়েব মালিক মুখ খুলেছেন। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাবেক এ পাক অধিনায়ক লিখেছেন, সাম্প্রতিক সময়ে বরিশালের হয়ে খেলা নিয়ে আমার বিরুদ্ধে যে গুজব উঠেছে, তা প্রত্যাখ্যান করছি। আমি আমার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওই সময় আলোচনাও করেছি, পরে কি করতে হবে সেটাও পরিকল্পনা করি। পরবর্তীতে দুবাইয়ে আমার আগে থেকে নির্ধারিত কাজ থাকায় বাংলাদেশ ছেড়ে আসতে হয় আমাকে।
এরপর বরিশালের জন্য শুভকামনা জানিয়ে মালিক লেখেন, বরিশালের আসন্ন ম্যাচগুলোর জন্য শুভকামনা, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই তাদের যেকোনো সমর্থন দেয়ার চেষ্টা করবো। মাঠের ক্রিকেটে আমি সবসময় আনন্দ পাই এবং সুযোগ পেলে আবারও সেটি চালিয়ে নিতে চাই।
এমন অভিযোগ ছড়ানোর আগে যাচাইয়ের আহ্বান জানিয়ে বরিশালের এই অলরাউন্ডার লেখেন, সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাচাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।
প্রসঙ্গত, বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেননি তামিম। পরবর্তীতে তার নো বলের সেসব ডেলিভারির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।