বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাবরেরা কতটুকু সফল–তা নিয়ে তর্কবিতর্ক হতে পারে। যেমন দল নির্বাচন ও খেলার ধরন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ কোচ। তিন বছর কাটিয়ে ফেললেও কাবরেরা লাল সবুজের দলের শিরোপাভাগ্য বদলাতে পারেননি। আগামীকাল (মঙ্গলবার) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে;। এশিয়া কাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
হামজা চৌধুরী-সমিত সোমদের কারণে বাংলাদেশের ফুটবলে নতুন করে জোয়ার এসেছে। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। এমন ম্যাচে কি অতিরিক্ত চাপ অনুভব করছেন এই বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা? সোমবার (৯ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোজাসাপ্টাই উত্তরটা দিয়েছেন, ‘আমরা কালকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচটি জয়ের জন্যই খেলব।’
আগামী বছর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি আছে কাবরেরার। কিন্তু সেভাবে ফলাফল এনে দিতে না পারা এই কোচের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের ওপর। স্প্যানিশ কোচ অবশ্য হাস্যরসেই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন, ‘আমি যতটুকু জানি আমার চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। এটা নিয়ে আমি ভাবছি না। কালকের ম্যাচ নিয়েই মনোযোগ।’
বাংলাদেশ দল এখন হামজা-সমিত ও ফাহামিদুল ইসলামের মতো খেলোয়াড়রা যোগ হয়েছে। দলে আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যারা পেনাল্টি সট নিতে দক্ষ। ম্যাচে বাংলাদেশ পেনাল্টি বা স্পটকিক পেলে কে নেবেন?–এমন প্রশ্নের জবাবে চমকপ্রদ তথ্য দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচ কোচিং করিয়েছি। এখন পর্যন্ত কোনো পেনাল্টি পাইনি। তবে অবশ্যই আমাদের দলে ভালো পেনাল্টি শট নেয়ার খেলোয়াড় রয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।