দুই ধারে উঁচু উঁচু পাহাড়। গাড়ির জানালায় চোখ রাখলেই দেখা মিলছে গাঁধা ফুলের। এর মধ্যেই দ্রুতগতিতে চলছে গাড়ি। পুনে-মুম্বাই হাইওয়ের পথটা বেশ মায়াবী। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ছুটেছেন এই পথ ধরে।
পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বৃহস্পতিবার। শুক্রবার সেখান থেকে পরের ম্যাচের গন্তব্য মুম্বাইয়ে বাংলাদেশ এসেছে হাইওয়ের পথ ধরে। দুটি বাসে করে দু ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে মুম্বাই এসেছেন তারা।
এখানে বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা হোটেল তাজ। আরব সাগরের পাড়ের শতবর্ষী এই হোটেল ঘিরে মিশে আছে নানা ইতিহাস ও ঐতিহ্য। টাটা গ্রুপের মালিক জামেশদজি নুসারওয়ানজি টাটা এই হোটেল তৈরি করেন।
ধারণা করা হয় হোটেল ওয়াটসন তাকে ইউরোপিয়ান নন বলে ভাড়া দিতে অস্বীকৃতি জানায়, তখনই এই হোটেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ২০০৮ সালের মুম্বাই অ্যাটাকের সময় তাজ হোটেলেও হামলা হয়।
প্রায় তিনদিন অবরুদ্ধ থাকার পর ১৭৫জন মানুষ মারা যান। বাংলাদেশ মুম্বাইতে থাকবে সবমিলিয়ে পাঁচ রাত। আগামী ২৪ অক্টোবর ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।