বিশ্বকাপ শেষ করে চলতি মাসেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তারা দুটি টেস্ট খেলবে টাইগারদের বিপক্ষে। এই সিরিজের জন্য বেশ শক্তিশালী দলও ঘোষণা করেছে তারা।
তবে উল্টো পরিস্থিতি বাংলাদেশ দলে। দলের অন্যতম ওপেনার তামিম ইকবালকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না সেটি আগেই জানা গেছে। চোটের কারণে এবার না পাওয়ার তালিকায় যোগ হলেন পেসার তাসকিন আহমেদও।
মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিয়ে আসন্ন টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমকে তাসকিন নিজেই বিষয়টি জানিয়েছেন। ভারত বিশ্বকাপে চেনা ছন্দে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপের মাঝ পথেও কাঁধের চোটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি এই পেসার।
চলতি মাসের ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের আগে অবশ্য দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।