এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে নামছে দুর্দান্ত ঢাকা। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসর শুরুর আগেরদিন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, সেরাটা দেয়ার জন্য প্রস্তুত তারা।
শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচ। বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনুশীলন সেরে নেয় ঢাকা।
একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।’
‘আমরা সবাই জানি, মিরপুরের উইকেট অনেকটা কঠিন। বাকিটা আবহাওয়ার উপর নির্ভর করে। আজকে আবহাওয়া ভালো ছিল, যদি এমনটা থাকে তাহলে আমরাও আশা করি চার-ছক্কা হবে। বাকিটা কালকে মাঠে দেখা যাবে।’
‘সবাই জানেন আমাদের দলটা তরুণ, আমরা আশাবাদী তরুণ দল নিয়েই ভালো করবো।’
দুর্দান্ত ঢাকার অন্যতম তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। দুরন্ত ফর্মে আছেন তারকা পেসার। ঢাকার সহ-অধিনায়কও তিনি। টাইগার পেসারের কাছে অনেক আশাবাদী ঢাকার অধিনায়ক। বলেছেন, ‘তাসকিন লাস্ট দু-আড়াই বছর ধরে অনেক হার্ডওয়ার্ক করতেছে, একটা লক্ষ্য নির্ধারণ করেছে যে চাইলে অনেক কিছুই করা সম্ভব।’
‘সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। সেকারণেই তাকে দলে নেয়া। অবশ্যই তার উপর আশা অনেকবেশি। আমরা আশা করি তাসকিন একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।’
‘তাসকিন বাংলাদেশের পেস অ্যাটাক সামলাচ্ছে, আরও একজন আছেন আমাদের, শরীফুল। বাংলাদেশের বেস্ট দুজন বোলার আছে আমাদের টিমে। অবশ্যই তাদের উপর অনেকবেশি আশা। আশা করি, তারা সে আশার প্রতিদান দেবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।