স্বাধীনতার আগে কিংবা পরপরই ঢাকা ওয়ান্ডারার্স ছিল বড় শক্তির দল। তবে ক্রমেই তাদের নিজেদের শক্তি কমেছে। এবার প্রথমবার পেশাদার যুগে এসে প্রিমিয়ার লিগের শুরুতেই লজ্জা পেতে হয়েছে তাদের। ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে দাঁড়াতেই পারেনি। বিধ্বস্ত হতে হয়েছে ৬ গোলে। সাদা-কালোদের অধিনায়ক সুলেমানে দিয়াবাতে করেছেন জোড়া গোল।
শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের অভিষেক হলো প্রিমিয়ার লিগে ম্যাচ দিয়ে। তবে মাঠের বিভিন্ন জায়গা ন্যাড়া মনে হয়েছে। ঘাস ছিল না বললেই চলে।
এই অবস্থায় মোহামেডান জাদু দেখিয়েছে। সাদা-কালোরা বিদেশি নিয়ে খেললেও ওয়ান্ডারার্স শুধুই স্থানীয়দের নিয়ে একাদশ গড়েছিল।
ম্যাচের ৫ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে ইমানুয়েল বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।
১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। গোলকিপার ঠিকমতো গোলকিক নিতে পারেননি, বক্সের বাইরে সরাসরি বল পেয়ে মিনহাজুর আবেদীন রাকিব বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান।
২৪ মিনিটে মোহামেডান তৃতীয় গোল পায়। সতীর্থের ক্রসে দিয়াবাতে লক্ষ্যভেদী হেডে স্কোরলাইন ৩-০ করেন।
বিরতির পর আরও তিন গোল হয়েছে। সাদা-কালোদের কোনোভাবেই আটকানো যায়নি। প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নিয়েছে।
৮০ মিনিটে মোহামেডান চতুর্থ গোল করে। বক্সের ভেতরে দিয়াবাতের পাসে বোয়েটাং প্লেসিং করে ওয়ান্ডারার্সকে ছিটকে দেন।
৮৯ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন দিয়াবাতে। মুজাফফরভের পাসে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ডান দিক দিয়ে তার বল জালে জড়াতে সময় লাগেনি।
যোগ করা সময়ে বদলি সৌরভ দেওয়ান দারুণ এক প্লেসিং শটে দলকে ষষ্ঠ গোল এনে দিলে ওয়ান্ডারার্সের বড় হার নিশ্চিত হয়।
ব্রাদার্সের জয়
দিনের অন্য ম্যাচটিতে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে।
ব্রাদার্স ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। মুস্তাফার পাসে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে উঁচু করে জাল কাঁপান।
৪৪ মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতায় ফিরে। আরিফুর রহমানের কর্নারে মানিক হোসেন মোল্লা হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে।
ব্রাদার্স ইউনিয়ন ব্যবধান দ্বিগুণ করে ৬২ মিনিটে। গাম্বিয়ান জাকারিয়া দারবোর ফিনিশিংয়ে লিড পায় কমলা জার্সিধারীরা। শেষ পর্যন্ত জাকারিয়ার গোলটি ধরে রেখে গোপিবাগের দল প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।