এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এশিয়ান কাপে বাংলাদেশ নিজেদের গ্রুপে পেয়েছে কঠিন প্রতিপক্ষ।
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ দুই দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে আরও আছে উজবেকিস্তান।
নারী এশিয়ান কাপের মূল পর্বের ড্র আজ অনুষ্ঠিত হয়েছে সিডনি টাউন হলে। এএফসির পক্ষ থেকে ড্রয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সব দেশের অধিনায়ক ও কোচকে। তবে বাংলাদেশের পক্ষ থেকে কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
এশিয়ান কাপের এবারের আসরে খেলবে ১২টি দল। এই ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এদিকে এবারের আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ৯ বারেরচ্যাম্পিয়ন চীনের। ৩ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ৯ মার্চ, এ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান কাপের ২১ তম আসর। অস্ট্রেলিয়ার মাটিতে এ টুর্নামেন্ট আয়োজিত হবে ১ থেকে ২১ মার্চ পর্যন্ত। ১২ দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।
কোন গ্রুপে কারা
‘এ’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
‘বি’ : উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
‘সি’ : জাপান, ভিয়েতনাম, ভারত, চায়নিজ তাইপে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

