আগামী ৩১ মার্চ গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), চলবে ২৮ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে পুরো টুর্নামেন্টের খেলার সুযোগ পাচ্ছেন না তারা। যদিও পুরো মৌসুমের জন্যই তিনজন অনাপত্তিপত্র চেয়েছিলেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলার কোনও সুযোগ দেখেন না তিনি। রবিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠেও একই সুর।
লঙ্কান কোচ বলেছেন, ‘তাদের (সাকিব-লিটন) সঙ্গে মোস্তাফিজও তো আছে, তাই না? তিনজন খেলোয়াড় হওয়ার কথা। আমি মনে করি, বোর্ডও চায় দেশের জন্য খেলা আগে। আর নিলামে নাম তোলার আগে তাদেরকে একই বার্তা দিয়েছে বোর্ড। সিদ্ধান্ত পাল্টায়নি।’
সাকিব-লিটনের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ১ এপ্রিল। অন্যদিকে মোস্তাফিজের দিল্লি ক্যাপিট্যালসের আইপিএল শুরু ৪ এপিল। কিন্তু বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ওই দিন থেকে। ফলে আইপিএলে শুরুর দিকে অংশগ্রহণের সুযোগ নেই সাকিব-লিটন-মোস্তাফিজদের। দ্বিতীয় পর্বেও সব ম্যাচ খেলার সুযোগ পাবেন না বাংলাদেশি তিন ক্রিকেটার। মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওই সফরে তিনটি ওয়ানডে খেলার কারণে আইপিএলে থাকতে পারবেন না।
আইপিএলের নিলামের আগে বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছিল, ‘আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএলের জন্য উন্মুক্ত থাকবে।’ ফলে সাকিব ও লিটন ২৪ দিনের জন্য এনওসি পাচ্ছেন। মোস্তাফিজ পাচ্ছেন ৩২ দিন। ফলে সাকিব ও লিটন কলকাতার হয়ে পাঁচটি এবং মোস্তাফিজ দিল্লির হয়ে তিনটি ম্যাচ খেলতে পারবেন না। যদিও আইপিএলে খেলতে পুরো মৌসুমের জন্য এনওসি চেয়েছিলেন তারা।
চলতি বছর অক্টোবর ও নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেখানে খেলার সুযোগ পেলে স্কিলের দিক থেকে বাংলাদেশের তিন ক্রিকেটারের জন্য উপকার হবে মনে করেন হাথুরুসিংহে। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে অংশগ্রহণকে কোনোভাবেই মেনে নেন না তিনি, ‘অবশ্যই, আইপিএলে অংশগ্রহণ করলে তাদের স্কিলের উন্নতি হবে এটা সত্যি। এটা নিয়ে কোনো সন্দেহও নেই আইপিএল শীর্ষমানের টুর্নামেন্ট। কিন্তু এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের জন্য খেলা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।