ঢাকাMonday , 10 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফুটবল নিয়ে আসিফের ‌‘আপত্তিকর’ মন্তব্য, প্রতিবাদে বিসিবিকে বাফুফের চিঠি

BDKL DESK
November 10, 2025 7:55 pm
Link Copied!

দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্য চলছে। ফুটবলারদের জন্য সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে। ক্রিকেট ‘আভিজাত্যের খেলা’, মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতে প্রস্তুত- বাংলাদেশ ক্রিকেটে কনফারেন্সে গতকাল রোববার এমন মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবর।

এমন আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন আসিফ। সাবেক ফুটবলার থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা আসিফের এমন মন্তব্যের নিন্দা জানান। তার এমন মন্তব্য ক্রীড়া সমাজের জন্য হতাশার আখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমন বক্তব্যকে ‘দৃষ্টিকটু’ ও ‘অশোভন’ উল্লেখ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

সোমবার (১০ নভেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর এক চিঠি দিয়েছে বাফুফে। চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

সেই চিঠিতে আরও লেখা হয়, ‘এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।