ঢাকাThursday , 28 March 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

শ্রীলঙ্কার সাথে টেস্ট জেতা উচিত: সাকিব আল হাসান

parag arman
March 28, 2024 1:34 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জেতা উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকালে উত্তরায় রূপায়ণ সিটির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর শেষে এমনটা বলেন তিনি।

সুখবরের সাথে স্বস্তিও এসেছে বাংলাদেশ দলের জন্য। অনভিজ্ঞ মিডল অর্ডারে সাকিব আল হাসানের ফেরা নিশ্চিত করেই বাড়তি সাহস, আত্মবিশ্বাসী করে তুলবে টাইগারদের। প্রথম টেস্টে যাচ্ছেতাই ভাবে হেরে যাওয়ার পর কাঠগড়ায় ব্যাটাররা। সাকিব আল হাসান দলের বাইরে বসে দেখেছেন সতীর্থদের পারফরম্যান্স। তবে এটাই আসল চিত্র নয়। সাবেক অধিনায়ক বলেন দ্বিতীয় টেস্ট ভালো খেলা উচিৎ। সাকিব জানান, ‘আশা তো সবসময় করি যেন জিতি। কিন্তু টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

সাকিব বলেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই তার। চেষ্টা থাকবে দলের হয়ে কনট্রিবিউট করার, ‘ব্যক্তিগত কোনো গোল নেই, আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার ব্যক্তিগত গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি দলের জন্য কিভাবে কনট্রিবিউট করা যায়।’ একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে সাকিব উচ্ছ্বসিত, ‘দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।’

এদিকে, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে দুপুরেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।