ঢাকাTuesday , 16 April 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বাংলাদেশের স্পিন কোচ হয়ে রোমাঞ্চিত মুশতাক

Sahab Uddin
April 16, 2024 9:42 pm
Link Copied!

অবশেষে নতুন স্পিন বোলিং কোচ পেলো বাংলাদেশ। পাকিস্তানের সাবেক লেগস্পিনার এবং বিশ্বকাপজয়ী মুশতাক আহমেদকে জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।

৫৩ বছর বয়সী মুশতাক এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন মুশতাক।

এবার বাংলাদেশের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই কোচ। তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের। আমি দায়িত্ব নিতে মুখিয়ে আছি। আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, কারণ তারা বেশ কোচবান্ধব।’

বাংলাদেশ দল নিয়ে মুশতাকের পর্যবেক্ষণ, ‘আমি সবসময় বিশ্বাস করি, এই দলটি বিশ্বের অন্যতম ভয়ংকর দল। তারা যে কাউকে হারাতে পারে, তাদের সেই সামর্থ্য, খেলোয়াড় এবং প্রতিভা আছে। আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই দলের সঙ্গে কাজ করার কথা ভেবে আমি রোমাঞ্চ অনুভব করছি।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।