ঢাকাMonday , 29 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শিক্ষার্থীদের অটোগ্রাফ আবদার মেটালেন জ্যোতিরা

Sahab Uddin
April 29, 2024 9:32 pm
Link Copied!

ভারতের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিকরা। সোমবার ছিল না ম্যাচ। এই ফাঁকে জাতীয় দলের তিন নারী ক্রিকেটার ও নারী ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সিলেটের তিনটি স্কুল পরিদর্শন করেন।

সেখানে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে আগ্রহের সঙ্গে অটোগ্রাফ নেওয়ার জন্য ঘিরে ধরেন স্কুলের শিক্ষার্থীরা। জ্যোতিও আগ্রহের সঙ্গে অটোগ্রাফ শিকারদের ইচ্ছে পূরণ করেন। বিসিবির দেওয়া ভিডিওতে দেখা যায়, নারী দলের অধিনায়ক জ্যোতিকে চারদিক থেকে শিক্ষার্থীরা ঘিরে ধরেছেন।

জ্যোতির সঙ্গে স্কুল পরিদর্শনে ছিলেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। তারা একে একে সিলেট শহরের আম্বারখান গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল ও আনন্দ নিকেতন স্কুল পরিদর্শন করেন।

এ সময় অধিনায়ক নিগার বলেন, আমার বড় ভাইয়ের থেকে ক্রিকেট খেলার উৎসাহ পায়। বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি তাকে উৎসাহ দেয়। আমার পরিবার সবসময় আমার পাশে ছিল। দেশের হয়ে খেলা কিংবা জীবনে যেকোন কিছু হতে চাইলে সততা খুব দরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।