ঢাকাMonday , 1 April 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বাংলাদেশের সব ব্যাটারকে নিয়েই পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা

Sahab Uddin
April 1, 2024 9:23 pm
Link Copied!

সাকিব আল হাসানকে টানা কয়েকটি বাউন্সার ছুড়লেন আসিথা ফার্নান্দো। এরপরই ইনসুইং বলে ফেললেন এলবিডব্লিউয়ের ফাঁদে।
ব্যাক ফুটে থাকা সাকিব এমন বলের প্রত্যাশা করেননি, সেটি ছিল স্পষ্ট। পরে রিভিউতে আম্পায়ার্স কলে তাকে আউট হয়ে ফিরতে হয়।

এমন পরিকল্পনা দেখা গেছে বাংলাদেশের আরও কিছু আউটে। নাজমুল হোসেন শান্ত যেখানে ক্যাচ দিয়েছেন, সেখানেও সচরাচর দেখা যায় না ফিল্ডার। তাকেও দারুণ পরিকল্পনায় আউট করেছে লঙ্কানরা। তৃতীয় দিন শেষে এসে ওই কথাই শুনিয়েছেন দলটির পেস বোলিং কোচ দর্শনা গামাগে।

তিনি বলেন, ‘আসিথা এমন একজন যে নতুন এবং পুরনো বল, দুই ক্ষেত্রেই ভালো করতে পারে। সাকিবের ক্ষেত্রে পরিকল্পনা ছিল কিছু শর্ট বল করে তাকে পেছাতে বাধ্য করা এবং এরপর ফুলার দিয়ে ফাঁদে ফেলা। সে ঠিক তা-ই করেছে। বোলারদের দিকে দেখলে দেখবেন তারা সবাই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করেছে। ’

‘ম্যাচের আগে আমাদের ফিল্ড সেটিং নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রত্যেক ব্যাটারের জন্য আলদা ফিল্ড সেট করা হয়। ধনঞ্জয়া (ডি সিলভা) সে অনুযায়ীই ফিল্ডিং সাজিয়েছে। ’

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ রান করে। পরে বাংলাদেশ অলআউট হয়ে যায় স্রেফ ১৭৮ রানে। ফলো অন থেকে প্রায় ১৫৩ রান পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবুও তাদের ফলো অন করায়নি লঙ্কানরা। কেন? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন দলটির পেস বোলিং কোচ।

গামাগে বলেন, ‘প্রধান কারণ হলো বোলারদের আমরা একটু বিরতি দিতে চেয়েছি। কারণ আরও দুই দিনের খেলা বাকি আছে। এই বিশ্রামে তারা দ্বিতীয় ইনিংসে আরও বেশি কার্যকরী হতে পারে। ’

‘আমরা সবসময় শৃঙ্খলা নিয়ে বল করার ব্যাপারে কথা বলেছি। নিয়মিত ভালো জায়গায় বল করা নিয়ে কথা বলেছি এবং এটা ভালো কাজেও দিয়েছে। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।