ঢাকাFriday , 29 March 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বাংলাদেশকে কড়া বার্তা দিলেন ধনঞ্জয়া

Sahab Uddin
March 29, 2024 5:42 pm
Link Copied!

ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এখন ছড়ায় উত্তাপ। নাগিন ড্যান্স দিয়ে হয়েছিল ঘটনার সূত্রপাত। ওয়ানডে বিশ্বকাপে টাইমড আউট ইস্যু সেটি যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থাই তৈরি করেছে।

বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জিতে লঙ্কান খেলোয়াড়রা টাইমড আউটের উদযাপন করেছিল। পরে ওয়ানডে জয়ের পর সেই টাইমড আউটকে বিদ্রুপ করে উদযাপন করেছিল টিম টাইগার্স। সিলেট টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া সফরকারীদের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় ম্যাচের আগে দিলেন কড়া বার্তা। শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বললেন সাফ কথা।

স্বাগতিকরা মাঠে কেমন করবে এ নিয়ে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টের আগে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি আসলে জানি না। তারা যদি শক্তিশালী হয়ে ওঠে, আমরাও শক্তিশালী হয়ে জবাব দেবো। তারা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’

চতুর্থ দিনেই প্রথম টেস্ট জয়ে নিজ দলের পেসারদের ভূমিকাকে মুখ্য হিসেবে দেখছেন ধনঞ্জয়া। চট্টগ্রামে অবশ্য স্পিনারদের ভূমিকা রাখার জায়গা আছে বলে তিনি মনে করেন।

‘আগের ম্যাচে আমাদের পেসাররাই ২০ উইকেট তুলেছে। স্পিনাররা এই ম্যাচে ভূমিকা রাখতে পারে। এর ফলে পেসারদের কাজ সহজ হবে। স্পিনার ও পেসাররা মিলে ভাগাভাগি করে উইকেট তুলতে পারবে।’

কাসুন রাজিথার পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া আসিথা ফের্নান্দোকে খেলানোর ইঙ্গিত ধনঞ্জয়ার ভাষ্য, ‘আমরা যদি তিন পেসার খেলাই তাহলে সে (আসিথা) অবশ্যই একাদশে আসবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।