ঢাকাFriday , 16 February 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

পিছিয়ে থেকেও জিতল বসুন্ধরা

parag arman
February 16, 2024 8:50 pm
Link Copied!

হোম ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমবারের মতো মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। এক রাউন্ড পর আবার হোমও ভেন্যুতে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলের স্বাভাবিক জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ ড্র করেছিল। এবার অষ্টম ম্যাচে কিংসের বিপক্ষে ম্যাচের দশ মিনিটে লিড নিয়ে তাক লাগিয়ে দেয় তারা। বোয়েটাংয়ের গোলের লিড রহমতগঞ্জ অবশ্য বেশিক্ষণ রাখতে পারেননি। রাকিব হোসেন ২৫ মিনিটে বক্সের মধ্যে দুর্দান্ত এক শটে সমতা আনেন।

মধ্য বিরতির দশ মিনিট পর কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা দলকে লিড এনে দেন। রহমতগঞ্জ ম্যাচে ফেরার সকল চেষ্টাই করেছে। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। তৃতীয় মিনিটেই ব্রাজিলিয়ান ডরিয়েল্টন প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে কিংসের জয় নিশ্চিত করেন। একেবারে অন্তিম মুহূর্তে রবসন পেনাল্টি থেকে আরেকটি গোল করলে ৪-১ গোলের সহজ জয় পায় কিংস।

বসুন্ধরা কিংস এই ম্যাচে নেমেছিল বাংলা জার্সি পড়ে। খেলোয়াড়, কোচিং স্টাফ সকলের জার্সিতে নাম, সংখ্যা সবই ছিল বাংলায়। জার্সিতে শহীদ মিনারের প্রতিকৃতিও ছিল। ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বসুন্ধরা কিংসেই এই উদ্যোগ।

আট ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। রহমতগঞ্জ আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। দিনের আরেক ম্যাচে ফর্টিজ ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। এই জয়ে ফর্টিজ নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর পুলিশ সাত পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।