ঢাকাSaturday , 3 February 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

এশিয়ান কাপের সেমিতে দক্ষিণ কোরিয়া

parag arman
February 3, 2024 1:48 am
Link Copied!

অতিরিক্ত সময়ে সন-হিউন-মিনের দারুণ এক গোলে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে উঠলো দক্ষিণ কোরিয়া। কাতারে এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় কোরিয়া। অবশ্য ক্রেইগ গুডউইনের কল্যাণে জয়ের স্বপ্নই দেখছিলো অস্ট্রেলিয়া।

১৯৬০ সালে এশিয়ান কাপ জয়ী দক্ষিণ কোরিয়ার অবশ্য রাউন্ড অফ সিক্সটিন থেকেই বিদায় নেওয়ার কথা ছিল। সৌদি আরবের বিপক্ষে খেলার ৯৯ মিনিটে চো-গুই-সাংয়ের কল্যাণে সমতায় ফেরে কোরিয়া। পরে টাইব্রেকারে সৌদিকে পরাজিত করে শেষ আটের টিকিট পায় দক্ষিণ কোরিয়ানরা।
.
অবশ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার ৪২ মিনিটে নাথানিয়েল অ্যাটকিনসনের ক্রস থেকে বল পেয়ে সকারুদের এগিয়ে দেন ক্রেইগ গুডউইন। গোল শোধের চেষ্টা করতে থাকা কোরিয়ানরা খেলা শেষের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ওয়াং-হি-চেনের পেনাল্টি গোলে ম্যাচে সমতা ফেরায়।

তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৪ মিনিটে সন-হিউন-মিন দারুণ এক গোল করে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেন। তাতে স্বস্তির নি:শ্বাস ছাড়েন কোরিয়ানদের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।