ঢাকাFriday , 1 March 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

উত্তেজনায় ঠাসা ফাইনালে মুখোমুখি আবাহনী-মেরিনার্স

Sahab Uddin
March 1, 2024 10:36 pm
Link Copied!

ঘরোয়া হকির বড় ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই বড় ম্যাচে মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের যেকোনো দুই দল থাকলে তো কথাই নেই। মাঠে খেলোয়াড়রা যেমন থাকেন মারমুখি, তেমন প্রস্তুত থাকেন দুই পক্ষের অফিসিয়াল-সমর্থকরাও।

কি হবে ফাইনালে? মেরিনার ইয়াংস ও আবাহনী শিরোপামঞ্চে পা রাখার পর এমন প্রশ্ন হকি অঙ্গনে। এ প্রশ্ন কেবল দুই দলের পারফরম্যান্স নিয়েই নয়, উত্তেজনা কেমন থাকবে তা নিয়েও।

একটি ভালো ফাইনাল দেখার প্রত্যাশা ও শঙ্কা নিয়ে শনিবার বিকেলে দর্শক যাবেন মওলানা ভাসানী স্টেডিয়ামে। ২০২১ সালের অক্টোবরে সর্বশেষ হওয়া ক্লাব কাপের ফাইনালের মতো এবারও প্রতিদ্বন্দ্বী মেরিনার্স ও আবাহনী। মাঠে খেলোয়াড়দের জমজমাট স্টিক লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও থাকবে উত্তেজনা।

বৃহস্পতিবার দুই সেমিফাইনালের একটিতে মেরিনার্স ৮-৪ গোলে উড়িয়ে দিয়ে এবং অন্যটিতে আবাহনী ৩-২ গোলে মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠেছে। মেরিনার্স জিতে শিরোপা নিজেদের কাছেই রাখতে চাইবে। আবাহনী চাইবে মেরিনার্সকে হারিয়ে প্রতিশোধ নিয়ে শিরোপা উদ্ধার করতে। ফাইনালের সময় নির্ধারণ ছিল সন্ধ্যা ৬ টা। ফেডারেশন এক ঘন্টা এগিয়ে এনে খেলা ৫ টায় খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

ফাইনাল নিয়ে কি ভাবছেন দুই দলের কোচ? আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজিব বলেছেন,’ প্রত্যাশা করছি, ফাইনালটা ফাইনালের মতোই হবে। দু’দলের জন্যই এটি বিগ ম্যাচ। যারা চাপকে জয় করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। আবাহনী সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই মাঠে নামবো।’

গত আসরের ফাইনালে মেরিনার্সের কাছে হেরেছিল আবাহনী। নিশ্চয়ই প্রতিশোধের বিষয়টিও মনে থাকবে?

‘গত আসরের ফাইনালে আমরা হেরেছি বলে এই ম্যাচটাকে প্রতিশোধের মনে করছি এমন নয়। আমরা আমাদের খেলায় ফোকাস করছি। মেরিনার্স সব সময়ই ভালো দল। তাদের বিরুদ্ধে কিভাবে নিজেদের সেরাটা দেয়া যায় সেদিকেই আমাদের লক্ষ্য। আমরা এখনো সেরাটা খেলতে পারিনি। বিদেশিদের সঙ্গে দেশি প্লেয়ারদের বোঝাপড়া এখনো জমে উঠেনি। দেখা যাক ফাইনালে কী হয়’- যোগ করেছেন আবাহনীর কোচ।

দুই দলকেই সেরা উল্লেখ করে মেরিনার্সের কোচ মামুনুর রশীদ বলেছেন,’দুই দলই চাইবে ট্রফি জিততে। যারা মাঠে কোচের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে দিনশেষে তারাই চ্যাম্পিয়ন হবে। মেরিনার্স সব সময়ই পরিচ্ছন্ন খেলা খেলে থাকে। ক্লাব কাপের শুরু থেকেই সেটা সবাই দেখছেন। ফাইনালেও আমরা পরিচ্ছন্ন ম্যাচই দর্শকদের উপহার দিতে নামব। গত আসরের ফাইনালেও আমি মেরিনার্সের কোচ ছিলাম। চ্যাম্পিয়ন হয়েছিলাম ভালো খেলেছি বলে। এবারো ভালো খেললে চ্যাম্পিয়ন হবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।