দুই দিন ব্যাপী জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন পুরুষ বিভাগে বাগেরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র ও মেয়েদের বিভাগে সেরা হয়েছে টঙ্গীর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভারোত্তোলন ক্লাব। মঙ্গলবার ভারোত্তোলন জিমন্যাশিয়ামে পুরুষ বিভাগে সাতশৈয়া চারটি স্বর্ণ এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়।
সাতশৈয়ার ৬১ কেজিতে জীবনচন্দ্র রায়, ৬৭ কেজিতে মাকসুদুর রহমান, ৭৩ কেজিতে মাশরাফি ও ৮৯ কেজিতে আবদুল্লাহ আল মাসুক স্বর্ণপদক জিতেছেন। সাতশৈয়ার প্রতিষ্ঠাতা কোচ আনিসুর রহমান বলেন, ‘আমাদের ক্লাব পুনরায় সেরার খেতাব অর্জন করল। আগামীতে আমরা আন্তর্জাতিক পর্যায়ের ভারোত্তোলক তৈরিতে বদ্ধপরিকর।’
অন্যদিকে, মেয়েদের বিভাগে মজিবুর রহমান ভারোত্তোলন ক্লাব দুটি স্বর্ণ ও তিনটি রুপা জিতে সেরা হয়। গতকাল বালিকাদের খেলায় ১২ ও আজ বালকদের খেলায় ১৬টি রেকর্ড হয়েছে।
২৮ রেকর্ড নিয়ে শেষ হওয়া ভারত্তোলনের দিনে জুনিয়র হ্যান্ডবল শুরু হয়েছে ২৮ স্কুলের অংশগ্রহণে। রাজধানীর ২৮ স্কুল নিয়ে তাসমেরি অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তাসমেরি এন্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সেলিম বিন বাতেন। উদ্বোধনী খেলায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ৫-২ গোলে উত্তরা কাফরুল উচ্চ বিদ্যালয়কে হারায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।