টপ অর্ডার ব্যর্থতার পর স্টিভেন স্মিথ-মার্নাস ল্যাবুশেনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল অজিরা। তবে লোয়ার মিডল অর্ডারের কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিনশোর আগেই অলআউট হয়েছে অজিরা।
শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রানে থেমেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন ল্যাবুশেন। অজিদের হয়ে ৫৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ক্রিস ওকস।
নতুন বলে দুর্দান্ত শুরু করেন ইংলিশ পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান ক্রিস ওকস। ১১ রান করে এই ওপেনার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড ওয়ার্নারও। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান।
৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে যখন ধুঁকছে অজিরা, তখন হাল ধরেন স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেন। তৃতীয় উইকেটে এই দুইজনের ৭৫ রানের জুটিতে লড়াইয়ে ফেরে দল। ৪৪ রান করে ফেরেন স্মিথ। তবে ফিফটি পেয়েছেন ল্যাবুশেন। সাজঘরে ফেরার আগে ৮৩ বলে করেছেন ৭১ রান।
ফিফটি পেতে পারতেন ক্যামেরুন গ্রিনও। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না। ৪৭ রানে বোল্ড হয়েছেন। গ্রিন ফেরায় ঘুরে যায় খেলার মোড়ও। শেষদিকে প্যাট কামিন্স-মিচেল স্টার্করা দ্রুত ফেরায় তিনশো ছোঁয়ার আগেই অলআউট হয় অজিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।