ঢাকাThursday , 10 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সৌম্য- শরিফুলের অসাধারণ নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়

BDKL DESK
April 10, 2025 10:21 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দশম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ১০ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে রূপগঞ্। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দশম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ১০ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৮ দশমিক ৪ ওভার শেষে ২৬০ রান তুললে বৃষ্টি নামলে বৃষ্টি আইনে রূপগঞ্জকে ১০ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক প্রথমে লিজেন্ডস অব রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে দারুণ শুরু করেন সৌম্য সরকার এবং মাহমুদুল হাসান জয়। সৌম্য সরকার ৭৯ বলে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮০ রানের চমৎকার ইনিংস খেলেন। অন্যদিকে, মাহমুদুল হাসান জয় ৫৫ বলে পাঁচটি চারে ৫৯ রান করে দলের স্কোরকে শক্ত ভিতের উপর দাঁড় করান। মিডল অর্ডারে জাকের আলী অনিক ৪৯ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৪ রান যোগ করলে লিজেন্ডস অব রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ইয়াসিন আরাফাত মিশু ৫৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন শুরুতেই ধাক্কা খায়। দলের দুই ওপেনার বিশাল চৌধুরি এবং মিজানুর রহমান গোল্ডেন ডাকের শিকার হয়ে দ্রুত সাজঘরে ফেরেন। তবে দলের এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মাহফিজুল ইসলাম রবিন। তিনি ১০৮ বলে ৬টি চারের সাহায্যে ৭৬ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন। চারে ব্যাট করতে নামা আইচ মোল্লাহ ৪৭ রান করেন, তবে তার ইনিংসটি ছিল ৭১ বলের।

শেষ দিকে মাইশুকুর রহমান এবং সুমন খান চেষ্টা চালিয়েছিলেন। মাইশুকুর ৩২ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৬ রানের ইনিংস খেলেন। সুমন খান ২৫ বলে ২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৪ রানে অপরাজিত থাকেন। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ব্রাদার্সের জয়ের আশা শেষ হয়ে যায়। ৪৮.৪ ওভারে ২৬০ রান তোলার পর বৃষ্টি নামলে বৃষ্টি আইনে রূপগঞ্জকে ১০ রানে জয়ী ঘোষণা করা হয়।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম একাই ৬টি উইকেট তুলে নিয়ে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইনআপে ধস নামান।
এই জয়ের ফলে দশম রাউন্ড শেষে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে, অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ২৭৭/৯ ( সৌম্য সরকার ৮০, মাহমুদুল হাসান ৫৯, জাকের আলী ৪৪; ইয়াসিন আরাফাত মিশু ৩/৫৯)
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড : ৪৮.৪ ওভারে ২৬০/৯ ( মাহফিজুল ইসলাম রবিন ৭৬, আইচ মোল্লাহ ৪৭, মাইশুকুর ৪৬; শরিফুল ইসলাম ৬/৪০)

ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ রানে জয়ী (বৃষ্টি আইনে)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।