বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তার সমর্থকদে সুখবর দিয়েছেন। তিনি এবং তার স্ত্রী সামিয়া পারভীন শিমু প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন মুস্তাফিজ।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ! সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ আমাদের ঘরে একটি পুত্রসন্তান এসেছে। মা এবং সন্তান উভয়েই সুস্থ আছেন। তাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি।
২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ।
প্রসঙ্গত, পারিবারিক কারণ দেখিয়ে মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।