সাকিব আল হাসান মিরপুরে টেস্ট খেলে অবসরে যেতে পারবেন। সাকিব আল হাসান মিরপুরে টেস্ট খেলে অবসরে যেতে পারবেন না। গত কদিন ধরে এ নিয়েই তো আলোচনা বাংলাদেশের ক্রিকেটে। একেকবার একেক কথা শোনা যাচ্ছিল। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটির জন্য যখন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে মনে হচ্ছে – সাকিব মিরপুরে খেলেই অবসর নিতে যাচ্ছেন। কারণ, সাকিবকে দলে রেখেই আজ প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ভারতে টেস্ট সিরিজের মাঝপথেই সাকিব মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরের ইচ্ছা জানিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে তিনি সে সুযোগ পাবেন কি না, পেলেও নেওয়ার মতো অবস্থায় থাকবেন কি না – সেটি নিয়ে সংশয় ছিল অনেক। সাকিবের রাজনৈতিক পরিচয়ই যে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সর্বশেষ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিবের নাম হত্যা মামলায় জড়িয়ে গেছে। দেশে খেলতে এলে তাই সাকিব নির্বিঘ্নে খেলতে পারবেন কি না, সে সংশয় ছিল। সাকিবও বিসিবির কাছে তাঁর দেশে আসা এবং প্রয়োজনে নির্বিঘ্নে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছিলেন। এই নিশ্চয়তা নিয়েই বিসিবি আর সরকারের বিভিন্ন পক্ষ থেকে গত কিছুদিনে বিভিন্ন ধরনের কথা শোনা গেছে।
এর মধ্যেই আজ বিসিবি প্রথম টেস্টের দল ঘোষণা করেছে সাকিবকে দলে রেখে। তার মানে তো এটিই দাঁড়ায় যে, সাকিব বাংলাদেশে আসছেন! জানা গেছে, আগামীকালই আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব।
সাকিবের অন্তর্ভুক্তির বাইরে প্রথম টেস্টের দলে অবশ্য কোনো চমক নেই। দুই টেস্টের সিরিজের প্রথমটি মিরপুরে শুরু হবে আগামী ২১ অক্টোবর। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট, শুরু হবে ২৯ অক্টোবর থেকে।
এরই মধ্যে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল আজ বাংলাদেশে চলে এসেছে। এর পাশাপাশি চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে বাংলাদেশের কোচ হওয়া ফিল সিমন্সও আজ বাংলাদেশে পা রেখেছেন।
প্রথম টেস্টের বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।