সেমিফাইনালে খেলার বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেই স্বপ্ন পূরণ দূরে থাক, নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে টাইগাররা। টানা ছয়টি ম্যাচ হেরে সবার আগে বাদ পড়া দল হচ্ছে বাংলাদেশ। একমাত্র ম্যাচ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে।
সাকিবদের এমন পারফরম্যান্সে হতাশ ভক্ত-সমর্থকরা। গণমাধ্যম থেকে চায়ের কাপ সব জায়গায় রীতিমতো সমালোচনার ঝড় বইছে। তবে খারাপ সময়ে দলের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি।’ এখন আমরা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে।’
ফিটনেস জটিলতা, ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব, নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। কিন্তু সেটা নিয়ে আক্ষেপ নেই তার। বরং বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন তিনি। খেলতে যাওয়া ১৫ জন ক্রিকেটারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই। যতটুকু সম্ভব দেশকে সমর্থন করা উচিত। হতাশা কেউ কোনো না কোনো জায়গায় তো বের করে নেয়। একটু চিন্তা করেন, ১৫ জন ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার ও তাদের ওপর কীভাবে প্রভাবটা পড়ছে। দিনশেষে ওরা সবাই মানুষ। আমি খেলি বা না খেলি এটা কোনো বিষয় না। বাংলাদেশ খেলছে। আমাদের সমর্থন প্রয়োজন। দেশকে আমাদের ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন।’
আবার কখনো জাতীয় দলের হয়ে খেলবেন কিনা সেই ব্যাপারে ধোঁয়াশা রেখে দেন তামিম। দোয়া কামনা করে এই ওপেনার জানান, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্যে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।