ঢাকাThursday , 2 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লিটনের লজ্জার রেকর্ড

BDKL DESK
January 2, 2025 9:05 pm
Link Copied!

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। দেশের মাটিতে একদফায় দল থেকে বাদ পড়ার পর জাতীয় দলে ফিরলেও নিজের চেনা ছন্দ ফিরে পাননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও মলিন ছিলেন তিনি। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ডাক মেরে ফেরেন। আর এতে বিপিএলে নতুন এক লজ্জার রেকর্ড গড়েছেন লিটন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক এখন লিটনের। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপ অর্ডারে ১০ম ডাক মেরেছেন তিনি। এই লজ্জায় তার সঙ্গী আজকের ম্যাচের প্রতিপক্ষ এনামুল হক বিজয়। ১ থেকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে বিজয়েরও ১০টি ডাক। তবে আজকের ম্যাচে বিজয় যদি শূন্য রানে ফেরেন, তবে এই রেকর্ডে লিটনকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে যাবেন বিজয়।

ব্যাটিং পজিশনের হিসাব বাদ দিলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন এনামুল হক বিজয়। ১২১ ম্যাচ খেলে ১৩টি ডাক মেরেছেন এই ব্যাটার। ১১টি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌম্য সরকার ও বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০টি করে ডাক মেরেছেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস।

তবে লিটনের সাম্প্রতিক দুঃসময়টা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ৬ ম্যাচের ব্যবধানে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক ছিল লিটনের। আর আজকের ম্যাচে ফিরলেন ৫ বলে শূন্য রান করে। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এই দিন ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন। তার বিদায়ের পর তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার তানজিদ তামিম। ৯ রানে সাজঘরে ফেরেন এই তরুণ ব্যাটার।
সবশেষ বছরে ওয়ানডেতেও ডাক নিয়ে বিব্রতকর অবস্থায় ছিলেন লিটন। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১৫টি ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার। এখন প্রশ্ন একটাই ডাকের এই দুঃস্বপ্ন কাটিয়ে লিটন কবে ফিরবেন রানের ধারায়? ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সেই দিনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।