সর্বশেষ চার ওয়ানডেতে যাচ্ছেতাই ব্যাটিংয়ের জন্য সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেসব ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে আজ (বুধবার) তৃতীয় ও শেষ ওয়ানডে তিনি বুড়ো হাড়ের ভেলকি দেখালেন। দলের বিপদে হাল ধরার পর খেলেছেন ৯৮ রানের বীরত্বপূর্ণ ইনিংস। বীরত্বের কথা আসলো তার পায়ে ক্র্যাম্প (মাংসপেশিতে টান) থাকায়, ম্যাচজুড়েও যা নিয়ে ধারাভাষ্য বক্সে আলোচনা চলছিল।
পায়ে আঘাত নিয়েও অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ব্যাট করেছেন। ক্রিজে টিকে ছিলেন ইনিংসের শেষ বল পর্যন্ত। বাংলাদেশের ২৪৪ রান সংগ্রহে বড় অবদান মাহমুদউল্লাহ’র। ৭২ রানে ৪ উইকেট পড়ার পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গ নিয়ে তিনি ১৪৫ রানের জুটি গড়েন। তবে নির্ধারিত ওভার শেষ হওয়ায় রিয়াদকে ফিরতে হয়েছে দুই রানের আক্ষেপ নিয়ে। তবে ক্র্যাম্প নিয়ে তার ৯৮ রানের ইনিংস দেখে তৃপ্ত স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে রিয়াদের স্ত্রী শুকরিয়া জানিয়ে লিখেছেন, ‘সেঞ্চুরির জন্য হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য। তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ, আলহামদুলিল্লাহ।’
মাহমুদউল্লাহ’র পায়ে ক্র্যাম্প নিয়ে ম্যাচের মাঝে চিকিৎসাও নিয়েছিলেন। ডেকে নিয়েছিলেন বাংলাদেশের ফিজিওকে। তবে এরপরও তাকে খোড়াতে দেখা গিয়েছিল। যা নিয়ে ম্যাচ চলাকালে কথা বলেছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, ‘খোঁড়ানোর সময়ই বেশি ভালো ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ!’
ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। সমান ৯৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি খেলেছেন। আজ সেঞ্চুরি পেলে প্রথম কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এই কীর্তি গড়া হতো মাহমুদউল্লাহ রিয়াদের। কারণ আগের চারটি সেঞ্চুরিই হয়েছে আইসিসি ইভেন্টে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দুটি সেঞ্চুরির পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেন ফরম্যাটটিতে তৃতীয় সেঞ্চুরি। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের মাঠে মাহমুদউল্লাহর সেঞ্চুরিটি ছিল তার সর্বশেষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।