৫০ ওভারের বিশ্বকাপ শেষে আবার ৫ দিনের টেস্টে ফিরছে টিম বাংলাদেশ। সাদা পোশাকে টাইগারদের লড়াই শুরু হচ্ছে আর মাত্র ৭২ ঘণ্টা পরই। ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১০০ টাকায় খেলা দেখতে পারবেন সমর্থকরা।
পশ্চিম দিকের গ্যালারি আর সবুজ পাহাড়ি টিলার প্রবেশ মূল্য থাকবে ১০০ টাকা করে। এছাড়া পূর্ব দিকের গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার টাকায়।
আগামীকাল ২৬ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান গেট, লাক্কাতুরা চা বাগান কাউন্টার ও সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট মিলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।