ঢাকাFriday , 20 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

ভারত সেরা দল, আজও তা দেখিয়েছে: শান্ত

Sahab Uddin
October 20, 2023 1:02 am
Link Copied!

বাংলাদেশ সামর্থ্যের শতভাগ খেললে আর ভারতের সেরা দিন না গেলে জেতা সম্ভব হলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে। ম্যাচে ভারত তাদের সেরাটাই দিয়েছে। বাংলাদেশ খেলতে পারেনি সামর্থ্য অনুযায়ী। ফলস্বরূপ, ৪১.৪ ওভারে বাংলাদেশের ২৫৬ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে ভারত।

ম্যাচ শেষে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বভার পাওয়া নাজমুল শান্ত জানিয়েছেন, ভারত কেন সেরা দল আজও তা দেখিয়েছে, ‘ভারত সবসময় খুব ভালো দল, সামর্থ্যবান দল। আজও তারা তা দেখিয়েছে। সব দলই ভালো, আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারবো।’

লিটন দলের অভিজ্ঞ ব্যাটার। দেখে শুনে খেলে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। ডানহাতি এই ওপেনার লম্বা সময় ক্রিজে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো বলেও উল্লেখ করেছেন শান্ত, ‘তানজিদ খুব ভালো খেলেছে, আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে। লিটন ক্রিজে লম্বা সময় থাকতে পারলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’

এছাড়া সাকিব আল হাসান ভালো আছেন বলেও জানিয়েছেন শান্ত। তার মতে, আগামী ম্যাচে একাদশে পাওয়া যাবে সাকিবকে। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মুম্বাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।