ঢাকাTuesday , 20 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

Sahab Uddin
August 20, 2024 12:09 am
Link Copied!

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় ভাড়তে থাকে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষদের। যেখানে দেখা যায়, স্টেডিয়ামের ২ নম্বর গেটে একদশ শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন। তাদের প্ল্যাকার্ডে লেখা-‘দুর্নীতি আর কত?’, ‘বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই’, ‘বিসিবির দালালরা হুঁশিয়ার’, ‘ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে?’
মূলত অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিসিবিতে আগমন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে জড়ো হয় সবাই। এদিন উপস্থিত ছিলেন একদল ক্রীড়া সংগঠক। উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

অবশ্য রোববার (১৮ আগস্ট) রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টার আগমনের বিষয়টি জানা যায়। দায়িত্ব গ্রহণের পর সোমবার (১৯ আগস্ট) বেলা ১টার প্রথমবারের মতো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। এসম বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে তাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান।

এরপর আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। পরে ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।