বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে জয়ী হয়েছেন। নতুন মেয়াদে সংসদ সদস্য হয়ে বড় দায়িত্ব পেয়েছেন পাপন। তাকে যুব ও ক্রীড়ামন্ত্রী করা হয়েছে।
মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দিতে চান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। পাপন বলেন, বিসিবির সঙ্গে মন্ত্রী হওয়ার কোন সম্পর্ক নেই। আগেও অনেক মন্ত্রী বিসিবি সভাপতি ছিলেন। বিদেশেও এমনটা আছে। তবে আমার ইচ্ছে ছিল, এই মেয়াদ শেষ করেই দায়িত্ব ছাড়ার। তবে চেষ্টা করবো, এই বছরই দায়িত্ব শেষ করা যায় কিনা।’
নাজমুল হাসান পাপন আগামী বছরের আগস্ট পর্যন্ত বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন করে বিসিবি সভাপতি নির্বাচন হবে। তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারবেন।
এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে মন্ত্রণালয় পাওয়ার বিষয়ে পাপন জানান, কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে এখনও জানেন না তিনি। তবে প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেছেন সেখানেই তাকে দেবেন। দায়িত্ব যেখানেই পান ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। তবে একটু সময় লাগতে পারে বলে উল্লেখ করেন নাজমুল হাসান পাপন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।