ঢাকাSunday , 8 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ভারত সিরিজের প্রস্তুতি শুরু

Sahab Uddin
September 8, 2024 10:37 pm
Link Copied!

পাকিস্তানকে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ভারত সিরিজের প্রস্তুতি শুরু হচ্ছে। গত কয়েকদিন আগে থেকে টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু হলেও আজ রবিবার টেস্ট স্কোয়াডের সদস্যরাও অনুশীলনে যোগ দিয়েছেন।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর, টেস্ট সিরিজ দিয়ে। শুরুতে টেস্ট থাকায় লাল বলের স্কোয়াডের সব ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। স্থানীয় কোচদের তত্ত্বাবধানে চলে ক্রিকেটারদের এই অনুশীলন সেশন।

আজকের অনুশীলনে ছিলেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে ভালো অবস্থানে আছেন বাঁহাতি এই পেসার। ভারত সফরে পুরোপুরি ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে জানা গেছে।

রবিবার হাসান মাহমুদ-শরিফুল-নাহিদদের সঙ্গে বোলিং অনুশীলনে ছিলেন এবাদত হোসেন ও খালেদ আহমেদরা। খালেদ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। অন্যদিকে এবাদত অনেক দিন ধরেই খেলার বাইরে। ইনজুরি কাটিয়ে অনেকটাই ভালো অবস্থায় আছেন এই পেসার। এর বাইরে মোস্তাফিজুর রহমানকেও বোলিং অনুশীলনে দেখা গেছে। আপতত টেস্ট ম্যাচ খেলছেন না বাঁহাতি এই পেসার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির প্রস্তুতি কয়েকদিন আগে থেকে নেওয়া শুরু করেছেন তিনি।

এদিকে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে সাদমান ইসলাম-জাকির হাসানকে। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ করতে না পারলেও তারা দুজনে নতুন বল থেকে দলকে বাঁচাতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন তারা। এদিন মুশফিকও লম্বা সময় ব্যাটিং করেছেন।

১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। এই সময়টাতে বাঁহাতি এই অলরাউন্ডার কাউন্টি ক্রিকেট অংশ নেবেন। আগামীকাল সোমবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ সময় বিকেল চারটায় টন্টনে শুরু হবে ম্যাচটি।

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবে নাজমুল হোসেন শান্তরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।