ঢাকাSunday , 12 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় হারেই বিশ্বকাপ মিশন শেষ পাকিস্তানের

Sahab Uddin
November 12, 2023 12:02 am
Link Copied!

সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ আগেই। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারও নিশ্চিত হয়ে যায় টপঅর্ডারদের ব্যাটিং ব্যর্থতায়। ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৬ রানে ৮ উইকেট হারানোর পর আরেক শঙ্কা পেয়ে বসেছিল দলটির সমর্থকদের।

কমপক্ষে ১৮৮ রান করতে না পারলে রানরেটে আফগানিস্তানেরও পেছনে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে! সেটা অবশ্য হয়নি লোয়ার অর্ডারদের প্রচেষ্টায়। ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে পঞ্চম হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে আনপ্রেডিক্টেবলরা।

৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়ায় ১০ রানেই ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে অনেকটা পথ এগোয় তারা।

তবে বাবর-রিজওয়ান দুজনই সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। বাবর ৩৮ আর রিজওয়ান আউট হন ৩৬ করে। ১০০ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে পাকিস্তান। সৌদ শাকিলও আউট হন ২৯ করে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আঘা সালমান একটা প্রান্ত ধরে ছিলেন। কিন্তু ফিফটি করে তিনিও দায়িত্ব শেষ মনে করেন। ৪৫ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫১ রানে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার।

দুইশর আগে (১৯১ রানে) ৯টি উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ২৩ বলে ২৫ আর হারিস রউফের ২৩ বলে ৩৫ রানের ঝড়ে ৪৩.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয়েছে আনপ্রেডিক্টেবলরা।

ইংল্যান্ডের ডেভিড উইলি নিয়েছেন ৩টি উইকেট। দুটি করে উইকেট আদিল রশিদ, এটকিনসন আর মঈন আলির।

এর আগে ইডেন গার্ডেনসে টপ অর্ডারের ব্যাটে চড়েই বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে ইংল্যান্ড। শেষদিকে পাকিস্তান বেশ কয়েকটি উইকেট তুলে নেয়, কিন্তু বড় রান আটকাতে পারেনি। ৯ উইকেটে ৩৩৭ তোলে ইংলিশরা।

ওপেনার জনি বেয়ারস্টো ৬১ বলে ৫৯, জো রুট ৭২ বলে ৬০, বেন স্টোকস ৭৬ বলে ৮৪ আর শেষদিকে জস বাটলার ১৮ বলে ২৭ ও হ্যারি ব্রুক ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দিয়েছেন।
পাকিস্তানের হারিস রউফ ৩টি, শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ২টি করে উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।