ঢাকাWednesday , 20 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

দল হারলেও ম্যাচসেরা সৌম্য

BDKL DESK
December 20, 2023 12:43 pm
Link Copied!

নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। আর হারের দিনে তাসমান সাগরপাড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশি ব্যাটসম্যান খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে টাইগার বাহিনী করে ২৯১ রান। জবাবে ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

ম্যাচটিতে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস উপহার দেন সৌম্য। যেখানে ২২ চার ও ২ ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ক্যারিয়ারসেরা ইনিংসকে। আর তার স্ট্রাইক ছিল ১১১ এর ওপরে। এমন দুর্দান্ত ম্যাচের পরেও জয় পায়নি টাইগাররা। নির্বিষ বোলিংয়ের কারণে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে।
এ দিকে ম্যাচটি হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য। তবে দল না জেতায় এই অর্জন উপভোগ করতে পারছেন না তিনি। ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো।’
এ নিয়ে তিন ওয়ানডে সেঞ্চুরি পাওয়া ম্যাচগুলোতেই সেরা ক্রিকেটার হলেন তিনি। তবে আগের দুই ম্যাচে জয় থাকলেও সবশেষ ম্যাচটিতে হারতে হয়েছে সৌম্যদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৯১/১০ (সৌম্য ১৬৯, বিজয় ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম সাকিব ১৩, রিশাদ ৬, শরিফুল ১* ও হাসান ০ ; অ্যাডাম ১০-০-৭৪-১, জ্যাকব ১০-০-৫১-৩, উইলিয়াম ৯.৫-০-৪৭-৩, ক্লার্কসন ৬-০-৩০-১, আদিথ্য ১০-১-৬৩-১ ও রাচিন ৪-০-১৯-০)।
নিউজিল্যান্ড: ৪৬.২ ওভারে ২৯৬/৩ (ইয়াং ৮৯, রাচিন ৪৫, নিকোলস ৯৫, লাথাম ৩৪*, ব্লান্ডেল ২৪* ; শরিফুল ৯-১-৪৯-১, হাসান ৭-০-৫৭-২, তানজিম সাকিব ৬-০-৫১-০, মিরাজ ১০-১-৪৫-০, রিশাদ ৯.২-০-৬২-০ ও শান্ত ৫-০-৩০-০)।
ফল: ৭ উইকেটে নিউজিল্যান্ড জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।