ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব পরিষ্কার সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল। জিতলে পরের মৌসুমে ডিপিএলে খেলার সুযোগ হারলে নিচের ধাপে অবনমন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির নামও ছিল ‘রেলিগেশন ম্যাচ’। ওই লড়াইয়ে ১১৩ রানে জিতে প্রিমিয়ারে টিকে থাকল ব্রাদার্স ইউনিয়ন। অবনমন হলো পারটেক্সের।
গতকালের ম্যাচে ব্রাদার্স ৯ উইকেটে ২৯৪ রান তোলে। দলটির দুই ওপেনার ২৪.৩ ওভারে ১২০ রানের জুটি দেন। অধিনায়ক মাইশুকুর রহমান সাত চারের শটে ৫০ রান করে ফিরে যান। অন্য ওপেনার মাহফিজুল ইসলাম ৯৭ বলে ৯৮ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরি মিসের হতাশায় ডোবেন ১০ চার ও পাঁচ ছক্কা মারা এই ব্যাটার।
তার ওই ইনিংসে ভর করে বড় রান তোলে ব্রাদার্স। মিডল অর্ডারে ভূমিকা রাখেন মিজানুর রহমান ও আইস মোল্লা। এর মধ্যে মিজানুর ৪৪ বলে ৪২ ও আইস ৪৩ বলে ৪৮ রান যোগ করেন। জবাব দিতে নেমে পারটেক্স ৩৭.১ ওভারে ১৮১ রান করে অলআউট হয়। দলটির ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার আদিল ৭৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। নয়টি চার ও দুটি ছক্কা মারেন। মিডলে আহরার আমিন ৩৩ রান যোগ করেন।
ব্রাদার্সের হয়ে রাকিবুল আতিক ও অভিজ্ঞ অলক কাপালি বল হাতে দারুণ করেছেন। রাকিবুল ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। অলক ৮ ওভারে ৪৭ রান খরচা করে নেন ৩ উইকেট। সালাউদ্দিন শাকিল নেন ২ উইকেট। পারটেক্সের আলাউদ্দিন বাবু, শহিদুল ইসলাম ও ইয়াসিন মুনতাসির দুটি করে উইকেট নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।