ঢাকাSaturday , 28 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত

BDKL DESK
June 28, 2025 3:10 pm
Link Copied!

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায় শেষ হলো কলম্বো টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
খেলার মাঠে পরাজয়ের বাইরে, এটি ছিল আরও বড় এক সিদ্ধান্ত। শান্ত জানান, তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পান শান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের ভার যেন তার কাঁধ থেকে একে একে খসে পড়েছে। বছরের শুরুতেই তিনি টি–টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন, যেখানে দায়িত্ব বুঝে নেন লিটন দাস। এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের হাতে—যেটি শান্ত নিজেও জানতে পারেননি সময়মতো। সেই থেকেই গুঞ্জন ছিল, টেস্ট নেতৃত্ব নিয়েও হয়তো আর আগ্রহী নন তিনি।

যদিও কলম্বো টেস্ট শুরুর আগেও এই বিষয়ে মুখ খুলতে চাননি শান্ত। কিন্তু শেষ পর্যন্ত দলের ব্যর্থতা ও নেতৃত্বসংক্রান্ত জটিলতা মিলিয়ে, ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি জানিয়ে দেন,‘টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।