ঢাকাMonday , 27 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘টাকা না থাকলে দল নেবেন না’ : মালান

BDKL DESK
January 27, 2025 10:20 pm
Link Copied!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনায়। বিশেষ করে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে! যা নিয়ে এবার কথা বলেছেন, ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান।

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চায় সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগে খেলি আমরা।’

‘আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’-যোগ করেন তিনি।

পরে একই ইস্যুতে কথা বলেন খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বসিস্তো। তিনি বলছিলেন, ‘এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সব কিছু পেয়েছি। শুনতে পাচ্ছি, অন্য দলে কিছু সমস্যা হচ্ছে। অবশ্যই হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।’

‘ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। এটা আমার দায়িত্ব। দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা। অন্য কোনো দলে তা হচ্ছে না, হতাশার ব্যাপার। তবে খুলনা এখন পর্যন্ত দারুণ।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।