ঢাকাTuesday , 15 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টাইগারদের নতুন কোচ কে এই সিমন্স?

BDKL DESK
October 15, 2024 6:35 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, নানা সময়ে যিনি জন্ম দিয়েছেন নানা বিতর্ক আর সমালোচনা। এবার তার বিদায়ের পালা, অবশেষে চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করলো বিসিবি। সেইসঙ্গে কারণ দর্শনোর নোটিশও দেয়া হয়েছে তাকে। তার জবাব দিতে হবে ৪৮ ঘন্টার মধ্যে।

নতুন কোচ খুঁজতে বেশি সময় লাগেনি বিসিবির। কারণ বিকল্প আগেই ঠিক করে রেখেছিল তারা। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ফিল সিমন্স।

ফিল সিমন্সকে নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘তিনি বিভিন্ন সময় কয়েকটি দেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে ছিলেন। এখনও পাকিস্তানে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। তা ছাড়া এটি লম্বা সময়ের জন্য না। অন্তবর্তী কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।’
সিমন্সকে নিয়ে ফারুক আহমেদ আরও বলেন, ‘সে কঠোর প্ররিশ্রমী। তার কাজের ধরন আমি দেখেছি। যখন জিম্বাবুয়ে খেলতে এসেছিল, আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। কিভাবে সে চিন্তা করে, অনুপ্রেরণা জোগায় সেটা নিয়ে কথা হয়েছে। এগুলো দেখে আমার ভালো লেগেছে। তার প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে আমার। সবকিছু মিলিয়ে এখন সেরা অপশন।’
খেলোয়াড়ি জীবনে ব্যাটিং অলরাউন্ডার ছিলেন ফিল সিমন্স। খেলেছেন ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ১১ হাজারেরও বেশি রান।
তার অধীনে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। গত পিএসএলে তিনি করাচি কিংসের হেড কোচ ছিলেন। মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে তিনি হেড কোচের দায়িত্বে আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।