মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিলো আজ। দর্শকহীন গ্যালারির সবকিছু ঠিকই ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন। হেলে পড়ে গেছে স্টেডিয়ামের বাইরের অংশে। তবে এতে আর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়েছে। আমরা দেখছি কিভাবে করা যায়। দ্রুত শুরু করবো।’
আরও পড়ুন: বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া উত্থাপন করা হবে বার্ষিক সভায়
রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।