ঢাকাFriday , 18 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান সিমন্স

BDKL DESK
April 18, 2025 7:00 pm
Link Copied!

‘আমি এখন উপহার পাওয়ার বয়সে নেই। তবে তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’ জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় চেয়েছেন বয়সের কোটা ৬২ পূর্ণ করা টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

শুক্রবার (১৮ এপ্রিল) সিরিজ নিয়ে সিলেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা ফাঁকে উঠে আসে জন্মদিনের উপহারের প্রসঙ্গ। সেখানে প্রত্যাশিত উত্তরটিই এলো তার কাছ থেকে, উপহার হিসেবে জয় পেলেই খুশি হবে বলে জানান সিমন্স।

বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এখন সিমন্সকে যদি জন্মদিনের উপহার দিতেই চান, তাহলে সেটা কী হলে ভালো হয় এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘আমি এখন উপহার পাওয়ার বয়সে নেই। তবে তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’

ঘরের মাঠে বাংলাদেশের জয় নিয়ে তিনি জানান, ‘আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’

সবশেষ গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার প্রায় চার মাস পর সপ্তাহখানেক অনুশীলন শেষে আবার সাদাপোশাকের ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। তাতে নিজেদের প্রস্ততি নিয়ে সিমন্সের দাবি, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।