টস জিতে ব্যাট করতে নামার পর সূচনাটা দারুণ করেছিলেন ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। শুরু থেকে মারমুখি ছিলেন তামিম। লিটনও মারমুখি হয়ে ওঠার চেষ্টা করছিলেন। যে কারণে দেখা গেলো ৫ম ওভারে ক্রিস ওকসের ৪র্থ বলটিকে স্কয়ার লেগের ওপর দিয়ে সোজা বাউন্ডারির ওপারে নিয়ে ফেলেন লিটন দাস।
কিন্তু দুর্ভাগ্য তার। ছক্কা মারার পরের বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন বাংলাদেশ দলের এই ওপেনার। ওকসের বলটি অফ স্ট্যাম্প ঘেঁষেই বাইরে বেরিয়ে যাচ্ছিল। ব্যাট এবং প্যাড একসঙ্গেই পেতেছিলেন লিটন। কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে বলটি প্যাড ছুঁয়ে চলে যায়। জোরালো আবেদন তুলতেই আম্পায়ার তানভির আহমেদ আঙ্গুল তুলে দিলেন।
রিভিউ নিয়েছিলেন লিটন এবং তামিম। কিন্তু লাভ হলো না। আম্পায়ারস কল। বল অফস্ট্যাম্প হয়তো মিস করতো না। তবে একেবারে আলতো ছুঁয়ে যাওয়ার মত বল ছিল। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখলেন টিভি আম্পায়ার সরফুদ্দৌলা। ১৫ বলে ৭ রান করে বিদায় নিলেন লিটন।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩। ১৭ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল এবং উইকেটে নামা নাজমুল হোসেন শান্ত রানের খাতা খুলতে পারেননি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।