বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য লিটন দাস চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে এক অনন্য অর্জন করেছেন। তিনি বিপিএলে রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
লিটন ৪৪ বলে ৮টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। বিপিএলে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হলেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড।
বিপিএলে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি এখনও পাকিস্তানের আহমেদ শেহজাদের দখলে, যিনি ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। এরপরই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন লিটন দাস। তার সঙ্গে অবশ্য রয়েছেন ক্রিস গেইলও। যিনি ২০১২ সালের ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন।
রেকর্ড গড়ার দিনে লিটন ও তামিমের রেকর্ড উদ্বোধনী জুটিতে রানের পাহাড়ে চড়েছে ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ২৫৪ রান সংগ্রহ করেছে তারা। লিটন ৫৫ বলে ৯ ছক্কা ও ১০ চারে ১২৫ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৬৪ বলে ৮ ছক্কা ও ৬ চারে ১০৮ রান করে আউট হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।