গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে রংপুর রাইডার্স। লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুই দল ১৮ জুলাই ফাইনালে মুখোমুখি হবে। অংশগ্রহণ নয়, রংপুর রাইডার্সের লক্ষ্য এবারও ট্রফি হাতে দেশে ফেরা।
দলটির স্কোয়াডে রয়েছে দেশি ও বিদেশি তারকার সমন্বয়, যারা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত। লিগ পর্বে রংপুর রাইডার্সের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই শেষ ম্যাচে প্রতিপক্ষ সেন্ট্রাল স্ট্যাগস।
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত প্রথম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। সেবার ব্যাট হাতে সৌম্য সরকার ঝলসে উঠেছিলেন ৫ ইনিংসে ১৮৮ রান করে। বল হাতে আলো ছড়িয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি, যার ঝুলিতে ছিল ৭ উইকেট।
একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি (লিগ পর্ব):
১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।