ঢাকাSunday , 23 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলির সেঞ্চুরিতে সেমির পথে ভারত, বিদায় ঘণ্টা বাজলো পাকিস্তানের

BDKL DESK
February 23, 2025 10:45 pm
Link Copied!

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পথে এগিয়ে গেল ভারত, আর পাকিস্তানের বিদায় নিশ্চিত হলো। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।
ভারতের ইনিংসের ১৩তম ওভারে হারিস রউফের বলে কাভার ড্রাইভে চার মেরে ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি। মাত্র ২৮৭ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি হয়ে যান ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করা ব্যাটসম্যান। পরে ৪৩তম ওভারে লং অফ দিয়ে চার মেরে ৫১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি, যা পাকিস্তানের বিপক্ষে তার চতুর্থ।

রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে ভারত ভালো শুরু পায়। তবে শাহিন আফ্রিদির দুর্দান্ত ইয়র্কারে ২০ রানে বোল্ড হন রোহিত। এরপর গিলও ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন।

কোহলির সঙ্গে চারে নামা শ্রেয়াস আইয়ারের ১১৪ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। আইয়ার ৫৬ রান করে খুশদিলের বলে ক্যাচ দেন। হার্দিক পান্ডিয়া ৬ বলে ৮ রান করে ফিরে গেলেও, কোহলি ও অক্ষর প্যাটেল ম্যাচ শেষ করে আসেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও ইমাম উল হক ভালো শুরুর ইঙ্গিত দিলেও, হার্দিকের বলে ২৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। ইমামও ১০ রান করে রান আউট হন। এরপর রিজওয়ান ও সাউদ সাকিল ১০৪ রানের জুটি গড়েন, তবে তারা রান তুলতে বেশ ধীরগতির ছিলেন। সাকিল ৬২ ও রিজওয়ান ৪৬ রান করে আউট হন।

পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হয়, শেষ দিকে খুশদিলের ৩৮ রানের ইনিংসে ২৪১ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি ও হার্দিক ২টি উইকেট নেন।
এই জয়ে ভারত সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল, আর পাকিস্তান বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।