লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খেলার আগ্রহ দেখিয়েছেন পাঁচশরও বেশি বিদেশি ক্রিকেটার। ২৪টি ক্রিকেট খেলুড়ে দেশের খেলোয়াড় আসন্ন আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার ক্রিকেটার।
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন।
এছাড়া নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি ও মার্ক চাপম্যান আছেন এই তালিকায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলার আগ্রহ প্রকাশ করেছেন শাই হোপ, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার। ইংল্যান্ডের রিচ টপলি, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আছেন। নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও পাকিস্তানের নাসিম শাহের মতো তারকারা।
এখনও নিলাম কবে, সেই ঘোষণা আসেনি। আগামী ১ থেকে ২১ জুলাই হবে পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
গত বছর শরিফুল ইসলাম, সাকিব, লিটন দাস ও তাওহীদ হৃদয় এলপিএলে দল পেয়েছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।