ভারতের মাটিতে তাদেরকেই হারানো, যেকোনও দলের জন্যই রীতিমতো এটা একটি বিশাল চ্যালেঞ্জ। গত এক যুগ ধরে ঘরের মাটিতে টেস্ট সিরিজ না হারার বিশ্বরেকর্ডটি ক্রমেই লম্বা করে চলছিল ভারত। অবশেষে নিউজিল্যান্ডের কাছে থমকে যেতে হলো টিম তাদের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ১১৩ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই এক যুগ পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল ভারত। ২০১২ সাল থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি কোনও দল। এই ১২ বছরের মধ্যে প্রথম কোনও দল হিসেবে ভারতে টেস্ট জয়ের কীর্তি গড়লো নিউজিল্যান্ড। এর আগে ভারতের শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর ২০১৩ সাল থেকে নিজেদের ঘরের মাঠে মোট ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যেখানে ৪২টি জয়, ৫টি হার ও ৭টি টেস্ট ড্র করেছে তারা।
শনিবার (২৬ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশনে ২৫৫ রানে অলআউট হয় কিউইরা। প্রথম ইনিংসে পাওয়া ১০৩ রানের লিড মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫৮। আর তাতেই ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। বড় লক্ষ্য তাড়ায় ভারতের শুরুটা অতটাও ভালো হয়নি। রোহিত শর্মা ৮ রান করিই আউট হয়ে যান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন জয়সওয়াল ও শুভমান গিল। গিলকে সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার। ৭৭ রানের ভালো একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল।
মিডল অর্ডারে নেমে থিতু হতে পারেননি বিশভ পন্ত। রানআউটে কাটা পড়ে তাকেও ফিরতে হয় দ্রুত। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তারপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি কোহলিও। ১৭ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন স্যান্টনার। টপ-অর্ডারের চারটি উইকেটও গেছে স্যান্টনারের ঝুলিতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।