একাদশে না থেকেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বিরল রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। শনিবার (১৭ মে) শারজায় আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে এক ইনিংসে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি।
এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ তিন ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন শান্ত। এই তালিকায় তার সঙ্গে আছেন ভারতের ধ্রুব জুড়েল, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ও আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুর্বে।
গত ফেব্রুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে জুড়েল এই রেকর্ডে নাম লেখান। মিচেল ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে নেপিয়ারে, লিস্ক কেনিয়ার বিপক্ষে এবং ইতুর্বে ব্রাজিলের বিপক্ষে এই কীর্তি গড়েন।
শান্তর প্রথম ক্যাচটি আসে ম্যাচের চতুর্থ ওভারে, হাসান মাহমুদের বলে ওপেনার মুহাম্মদ জুহাইবকে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন। পরে লং অনে দাঁড়িয়ে আরও দুটি ক্যাচ নেন তিনি।
তবে চতুর্থ ক্যাচটির সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি শান্ত। ইনিংসের শেষ ওভারে শেখ মেহেদীর বলে লং অন থেকে দৌড়ে আসা সত্ত্বেও বলটি হাতে ধরে রাখতে ব্যর্থ হন, ফলে তা চার হয়ে যায়।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও শান্ত একাদশে সুযোগ পান কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৯ মে) শারজায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।