ক্রিকেট বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক রান করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বৃহস্পতিবার ভারতের পুনেতে বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ১৭তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কোহলি। এদিন তিনি ৯৭ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
ওয়ানডে ক্রিকেটে বৃহস্পতিবার ২৮৬তম ম্যাচে ৪৯তম সেঞ্চুরি হাঁকান কোহলি। তবে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ৭৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোহলি ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১০০টি সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন।
এদিন সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার ২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ পজিশনে উঠে গেছেন বিরাট কোহলি।
এদিন খেলা শেষে কোহলি বলেন, আমি আজ দলের জন্য বড় অবদান রাখতে চেয়েছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। তাছাড়া দর্শকদের এমন উপচে পড়া ভিড়ের সামনে খেলে খুব রোমাঞ্চিত হই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।