বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (২৯ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার যুবাদের মুখোমুখি হয় তারা। যেখানে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক যুবা টাইগাররা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে সফরকারী আমিরাত। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৪.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আমিরাত। দলীয় ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। সফরকারী দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান খান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে কিরণ রায় ও মাদাভ মনোজের ব্যাট থেকে। ৩২ রান খরচায় ৪ উইকেট নেন রাজিন, রাফি পান ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ফাহাদ ও রাতুল।
১৬৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দলীয ২২ রানে আবরারকে (২) হারায় বাংলাদেশ। এরপর বড় জুটি গড়েন রিফাত বেগ ও তামিম। দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন রিফাত। ৭৯ বলে ৭১ রান করেন তিনি। বাকিটা পথ কালাম সিদ্দিকিকে নিয়ে পার করেন তামিম। ৬ রানে অপরাজিত কালাম ও ৭১ রানে অপরাজিত থাকেন তামিম। বল হাতে ৪ উইকেট নেয়ায় ম্যাচসেরার পুরস্কার পান রাজিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।